মিয়ানমারে কারাভোগ শেষে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

মিয়ানমারে কারাভোগ শেষে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষ করে এবং সাজা মওকুফের পর ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তারা আজ বুধবার দুপুর সোয়া ১টায় কর্ণফুলী জাহাজে করে কক্সবাজারের নুনিয়াছড়াস্থ বিআইডাব্লিউটিএ ঘাটে পৌঁছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে প্রত্যাবাসিত ১৭৩ বাংলাদেশি নাগরিক নিয়ে ‘চিন ডুইন’ নামক জাহাজ মিয়ানমারের রাখাইনের সিতোয়ে বন্দর ছাড়ে। সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে ১৭৩ জনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর শেষে বাংলাদেশি জাহাজে করে কক্সবাজার আনা হয়।

 
প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ফেরত আসা ব্যক্তিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পরবর্তী

ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কমেন্ট