পাহাড়ি ছড়ায় নেমে প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

পাহাড়ি ছড়ায় নেমে প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চৈইন্দা ৮নং ওয়ার্ড খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুছাত্র হলো- উপজেলার খন্দকারপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন প্রকাশ মো. খোকা (৯) ও একই এলাকার মৃত ফজল আহম্মদের ছেলে আব্দু শুক্কুর (১১)।

ওই দুই শিশু চৈইন্দা আল ইকরা মডেল একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানান স্থানীয় মেম্বার মো. জাফর আলম।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা জানান, রোববার ভোরে ভারি বৃষ্টিপাত হয়। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গর্তে জমে থাকা পানিতে স্থানীয় তিনজন শিশু মিলে গোসলে যায়। একপর্যায়ে তারা ছড়ার পানিতে ডুবে যায়। ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাওরের ধান কাটা প্রায় শেষ : কৃষি মন্ত্রণালয় পরবর্তী

হাওরের ধান কাটা প্রায় শেষ : কৃষি মন্ত্রণালয়

কমেন্ট