রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার
কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশাচালকরা
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে রাজধানীর কালশীতে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন অটোচালকরা। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে।
তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
’
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকরা। পরে মিরপুর-১১, মিরপুর-১, আগারগাঁও ও কালশী এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শত শত চালক বিক্ষোভে যোগ দেন।
চালকদের বিক্ষোভে কয়েকটি বাস-মিনিবাস ভাঙচুর ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চালকদের বিক্ষোভ ও সড়ক অবস্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল।
এতে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
ভুক্তভোগী যাত্রী মাহমুদুল ইসলাম আকাশ জানান, তিনি মিরপুর-১ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার জন্য দুপুর আড়াইটায় বাসা থেকে বের হন। মিরপুর-২ নম্বরে এলে সামনে মারামারি-ভাঙচুর হচ্ছে শুনে বাসচালক যাত্রীদের নামিয়ে বাস ঘুরিয়ে ফেলেন।
এরপর তিনি হেঁটে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এসে পরীস্থান বাসে ওঠেন। বাসটি কালশী সাংবাদিক কলোনি পার হওয়ার পর কালশী মোড়ে পিকেটিং ও পুলিশের টিয়ার শেল নিক্ষেপ চলছে শুনে যাত্রীদের নামিয়ে দেন।
তিনি জানান, এরপর তিনি হেঁটে ইসিবি চত্বরে আসেন। সেখানেও আন্দোলনরত অটোরিকশাচালকদের সড়ক অবোরোধ ও মিছিল দেখতে পান। ইসিবিতে যাত্রী নামিয়ে দিয়ে কিছু বাস ইয়ারপোর্ট অভিমুখে চলাচল করতে দেখে তিনি গাজীপুরগামী একটি বাসে ওঠেন। ওই বাসে করে এসে বিশ্বরোডে নেমে আরেকটি বাসে বসুন্ধরা গেটে নেমে তার গন্তব্যে পৌঁছন।
তিনি বলেন, ‘আমার মতো হাজার হাজার যাত্রী ছোট বাচ্চা, ব্যাগ-লাগেজ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। এ সময় রাস্তায় তেমন কোনো রিকশাও চলাচল করতে দেখা যায়নি।
কমেন্ট