চট্টগ্রামে ইয়াবা মামলায় দুই নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৩ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইঞার আদালত এই রায় দেন।
দণ্ডিতরা হলেন মো. আইয়ুব, জোহরা খাতুন ও নূর নাহার। তিনজনই জামিনে গিয়ে পলাতক আছেন।
তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ছয়জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ড্রামপট্টি এলাকার একটি বাসায় ২০২১ সালের ১ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় করা মামলায় তিন জনের বিরুদ্ধে একই বছরের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ১৬ মার্চ ওই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। রবিবার এই মামলার রায় দিয়েছেন আদালত।
কমেন্ট