নেত্রকোনায় প্রেম-বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীর বাড়িতে বখাটের হামলা

নেত্রকোনায় প্রেম-বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীর বাড়িতে বখাটের হামলা

নেত্রকোনার কলমাকান্দায় উত্যক্তের প্রতিবাদ করায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক  স্কুলছাত্রী ও তার চাচাতো ভাইকে মারধরের অভিযোগ ওঠেছে রনি মিয়া (২১) নামের এক তরুণের বিরুদ্ধে।  

শুক্রবার সন্ধ্যায় লেঙ্গুরা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার বিকালে স্কুলছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেন। হামলার শিকার মেয়েটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রনি মিয়া গত কয়েক মাস আগে একই গ্রামের ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি এতে রাজি হয়নি। সম্প্রতি মেয়েটি বিদ্যালয়ে যাওয়া আসার সময় রনি তাকে বিভিন্নভাবে উত্যক্ত করেন। 

বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন রনির পরিবারকে জানায়। একইসঙ্গে রনিকে সতর্ক করা হয়। 

গত শুক্রবার বিকালে রনি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি এর প্রতিবাদ করলে ওইদিন সন্ধ্যায় রনি ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালিয়ে মেয়েটির বাড়ির আঙিনায় যান। 

এ সময় তিনি মেয়েটিকে উত্যক্তসহ তার পরিবারের লোকজনকে গালিগালাজ শুরু করেন। এতে মেয়েটি তার মা ও চাচাতো ভাই বাঁধা দেওয়ার একপর্যায়ে রনি বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটে রনি দৌড়ে পালিয়ে যান। 

তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা শনিবার থানায় অভিযোগ করেছেন। 

শিক্ষার্থীর মা বলেন, রনি দীর্ঘদিন ধরে আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার সময় উত্যক্ত করত। সম্প্রতি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় রনি। প্রতিকার চেয়ে তার পরিবারের লোকজনকে জানালে তারা বিচার না করে আমার ছোট মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। প্রতিবাদ করায় গত শুক্রবার সন্ধ্যায় রনি আমার বাড়িতে এসে মেয়েকে জোড় করে তুলে নিবে এবং প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখায়। এবং মেয়েকেসহ আমাদের মারধর শুরু করে। এ ঘটনার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রনি মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ  লুৎফুল হক  বলেন, অভিযোগের বিষয়টি এখনো হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অ্যান্টিভেনমে 'অবিশ্বাস' পরিবারের, কবিরাজের কাছে নেওয়ার পথে মৃত্যু পরবর্তী

অ্যান্টিভেনমে 'অবিশ্বাস' পরিবারের, কবিরাজের কাছে নেওয়ার পথে মৃত্যু

কমেন্ট