নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে: ড. মুহাম্মদ ইউনূস
ল্যাম্পপোস্টের ক্যাবল চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের রাস্তার ল্যাম্পপোস্টের ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা (৪৮) নামের এক যুবক মারা গেছেন।
শনিবার রাতে সিএসডি গেটসংলগ্ন খানবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর সিদ্দিক সিএসডি এলাকার মৃত জানু মিয়ার ছেলে। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। বাক্কা ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের নাইটগার্ড ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সিদ্দিক রাতে নাসিক ২৩নং ওয়ার্ড বন্দরের সিএসডি খানবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নাইটগার্ড। দিনে প্লাস্টিকের বোতল ও ভাঙারি মালামাল কুড়াতেন। এসব বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। শনিবার রাতে কোনো এক সময়ে নিজ এলাকায় রাস্তার মাঝখানে ল্যাম্পপোস্টের খুঁটির নিচের মাটি খোঁড়াখুঁড়ি করেন তিনি। এ সময় বৈদ্যুতিক ক্যাবল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রোববার ভোরে এলাকাবাসী ল্যাম্পপোস্টের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বন্দর থানার এসআই মো. মামুন বলেন, বিদ্যুতের খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ওই ব্যক্তি। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কমেন্ট