পরীক্ষায় নকল করায় নাজিরপুরে ৮ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় নকল করায় নাজিরপুরে ৮ শিক্ষার্থী বহিষ্কার

চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আটজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় তাদের কাছে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন ও বইয়ের পৃষ্ঠা পাওয়া যায়। 

আজ রবিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষার সময় তাদের বহিষ্কার করেন কক্ষ পরিদর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই নাজিরপুর কলেজের বিএমটি শাখার শিক্ষার্থী। তারা হলেন- সজীব মন্ডল, অমিত মন্ডল, প্রশান্ত মিস্ত্রী, দ্বীপ গাইন, রনজিত বেপারী, সৌরব বেপারী, অনিমেষ মজুমদার ও ইয়ামিন শেখ।

কক্ষ পরিদর্শক বৈঠাকাটা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. কামরুল হাসান, একটি কক্ষ থেকে ৫ জন শিক্ষার্থী সজীব মন্ডল, অমিত মন্ডল, প্রশান্ত মিস্ত্রী, দ্বীপ গাইন, রনজিত বেপারী কে বহিষ্কার করেন। এবং অপর একটি কক্ষ থেকে কক্ষ পরিদর্শক শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক সঞ্জীব সমদ্দার সৌরব বেপারী, অনিমেষ মজুমদার, ইয়ামিন শেখ এই তিন জনকে বহিষ্কার করেন।

মাদকের এসআই পরিচয়ে প্রতারণা-ধর্ষণ পরবর্তী

মাদকের এসআই পরিচয়ে প্রতারণা-ধর্ষণ

কমেন্ট