জয়পুরহাটে কিশোরের কাছে সিগারেট বিক্রি করার পরিণতি

জয়পুরহাটে কিশোরের কাছে সিগারেট বিক্রি করার পরিণতি

জয়পুরহাটের পাঁচবিবিতে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে তামাক জাতীয় বিড়ি-সিগারেট বিক্রয় করার অপরাধে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে পাঁচবিবি বাজারের দানেজপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, দোকানির অর্থদণ্ডসহ তাদের সতর্ক করা হয়- পরবর্তীতে শিশু-কিশোরের কাছে যেন তামাক জাতীয় দ্রব্যসহ বিড়ি সিগারেট বিক্রয় করা না হয়।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অপ্রাপ্ত শিশু-কিশোরদের কাছে অবাধে বিড়ি সিগারেট বিক্রয় হয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। দুই ব্যবসায়ীকে ৮শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু, কারণ খুঁজছে পুলিশ পরবর্তী

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু, কারণ খুঁজছে পুলিশ

কমেন্ট