প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করল শিক্ষার্থীরা

প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করল শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রাইভেটকারে তল্লাশি করে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার (১১ আগস্ট) রাতে পৌর এলাকার কাউতলীতে সড়ক নিয়ন্ত্রণের কাজ করার সময় শিক্ষার্থীরা এসব গাঁজা উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমে রাত ৯টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮টি প্যাকেটে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ সময় কাউছার নামে এক প্রাইভেটকার চালককে আটক করা হয়।
রাত ১০টার দিকে একইস্থানে একটি প্রাইভেটকারকে সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে অবকাশ এলাকায় প্রাইভেটকারটি আটকাতে সক্ষম হয়। ওই প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।

কুমিল্লার থানায় ঢুকে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা পরবর্তী

কুমিল্লার থানায় ঢুকে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

কমেন্ট