নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে বড় ভাইয়ের সঙ্গে ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থী উম্মে হাবিবার (৮) মরদেহ পাওয়া গেছে। প্রায় ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে কালিতলা এলাকায় নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্বজনরা জানান, শিশু উম্মে হাবিবা ধুনট উপজেলার চান্দারপাড়ার রায়হান সরকারের মেয়ে ও ধুনট পূর্ব ভরনশাহী কওমি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। 

উম্মে হাবিবা বুধবার বিকাল ৫টার দিকে বড় ভাই জুনায়েদের (১২) সঙ্গে গ্রামের ইছামতি নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে হাবিবা প্রবল স্রোতে ডুবে যায়। জুনায়েদের চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত নদীতে অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে কালিতলা এলাকায় শিশু হাবিবার মরদেহ ভেসে উঠে। জনগণ সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে। শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করল শিক্ষার্থীরা পরবর্তী

প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করল শিক্ষার্থীরা

কমেন্ট