ভারতে পাচারকালে বাঘায় ৬ ককসিট ইলিশ জব্দ

ভারতে পাচারকালে বাঘায় ৬ ককসিট ইলিশ জব্দ

ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সীমান্ত থেকে ৬ ককসিট ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে স্থানীয়রা জব্দ করে। পরে বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ মাছগুলো উদ্ধার করে।

 

থানার এসআই রাসেদ মিঞা বলেন, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ ককসিট ইলিশ উদ্ধার করা হয়েছে। এ মাছগুলো মুশিদপুর পদ্মা নদীর পাড় হয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা। এ সময় স্থানীয়রা জানতে চাইলে কৌশলে মাছ রেখে পালিয়ে যায় পাচারকারীরা। 

আড়ানী পৌর বাজারের ইলিশ মাছের আড়তদার বাবলু হোসেন বলেন, এক ককসিটে মাছ থাকে ২০ কেজি। তাহলে ৬ ককসিটে মাছ ছিল ৩ মন। সোমবার (১৯ আগস্ট) বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে এক হাজার ৬৫০ টাকা। 

এ বিষয়ে ওসি আবু সিদ্দিক বলেন, মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। কী উদ্দেশ্যে কে বা কারা মাছগুলো পদ্মা নদীর ঘাটে নিয়ে গিয়েছিল, তা যাচাই-বাছাই করে মূল ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পরবর্তী

নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কমেন্ট