বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক রয়েছেন।


শ্রমিক ও স্থানীয়রা জানায়, টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকদের জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা থাকলেও দেওয়া হয়নি। ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন। কাজে যোগ না দিয়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে 
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন।


এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহামেদ বলেন, পুলিশের অনুরোধে শ্রমিকরা অবরোধ তুলে না নেওয়ায় ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। তাদের অনুরোধে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

তলিয়ে গেছে উত্তর ফেনীর বিস্তীর্ণ জনপদ পরবর্তী

তলিয়ে গেছে উত্তর ফেনীর বিস্তীর্ণ জনপদ

কমেন্ট