শেবাচিমের ছয় চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা ও ছয় চিকিৎসকের ইন্টার্নশিপ স্থগিত

শেবাচিমের ছয় চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা ও ছয় চিকিৎসকের ইন্টার্নশিপ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছয় চিকিৎসককে কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সে সঙ্গে আরো ছয় চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে হাসপাতাল পরিচালকের কাছে ১২ চিকিৎসকের নামে লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা।

অবাঞ্ছিত চিকিৎসকরা হলেন হাসপাতালের সাবেক পরিচালক ডা. বাকির হোসেন, সাবেক অধ্যক্ষ ডা. এস এম সরোয়ার, অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সুদীপ হালদার, অর্থোপেডিক্স বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বী, মেডিসিন ইউনিট-৪ এর ইন্টারনাল মেডিকেল অফিসার ডা. এ এস এম সায়েম। ইন্টার্নশিপ স্থগিত হওয়া ছয় চিকিৎসক হলেন ডা. মহসীন বিভা, ডা. আরিফুজ্জামান ইমন, ডা. সাদমান বাকির সাবাব, ডা. প্রীতম দেবনাথ, ডা. অর্ঘ্য বিশ্বাস ও ডা. আসিফুল ইসলাম।

 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন এ চিকিৎসকরা। আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে তৎকালীন সরকারকে দেন এই চিকিৎসকগন।

এছাড়া শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্নভাবে বাধা দেন তারা।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় চিকিৎসককে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আর ছয় ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

ফরিদপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২৩ পরবর্তী

ফরিদপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২৩

কমেন্ট