বরিশালের অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ

বরিশালের অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ

টেম্পো ও বাস শ্রমিকদের বিরোধের জেরে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। টার্মিনাল এলাকায় যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের হাতাহাতির পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বাস চলাচল বন্ধ করা হয়।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. ইউনুস মিয়া জানান, স্মৃতি পরিবহন স্বরূপকাঠি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি টেম্পো এসে যাত্রী তোলা শুরু করে।

বাধা দিলে স্মৃতি পরিবহনের হেলপার ফয়সালকে ধাক্কা দিয়ে আহত করেন টেম্পো শ্রমিকরা। এ নিয়ে দুই পক্ষের শ্রমিকের মধ্যে টার্মিনালে উত্তেজনা দেখা দেয়। মহাসড়কে টেম্পো চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দুপুর দেড়টা থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।
 
টেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন সম্পাদক আল আমিন আকন বলেন, বাস টার্মিনাল থেকে টেম্পোতে কয়েকজন ছাত্র উঠেছিল।
বাস শ্রমিকরা বাধা দেওয়ায় ছাত্রদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তখন বাস শ্রমিক ফয়সাল সামান্য আহত হন। এই অজুহাতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মাজার খুঁড়ে দেহাবশেষ নিল হামলাকারীরা পরবর্তী

মাজার খুঁড়ে দেহাবশেষ নিল হামলাকারীরা

কমেন্ট