বাঁশখালীতে লরির ধাক্কায় শিশুসহ নিহত ২

বাঁশখালীতে লরির ধাক্কায় শিশুসহ নিহত ২

চট্টগ্রামের বাঁশখালীতে লরি ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমাদার দিঘী এলাকায় এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গাড়ির চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সবাই চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী প্রধান সড়ক হয়ে সিএনজি অটোরিক্সা যোগে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় যাচ্ছিলেন।

 
নিহতরা হলেন মহেশখালী উপজেলার হুয়ানক গ্রামের নুরুল ইসলামের ছেলে ওয়াসিম রহমাম (২২) এবং কালারমার ছড়ার উত্তর নরবিনা ভাঙার মুখ বড়ুয়া পাড়ার মালয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রস্মি বড়ুয়া (৩)। 

আহতরা হলেন নিহত রস্মি বড়ুয়ার মা প্রিয়ন্তি বড়ুয়া (২১), মহেশখালীর হুয়ানক গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম কুদ্দুস (৬৮), সিএনজি অটোরিক্সা চালক জাবের (১৯)। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। 


বাঁশখালী থানার রামদাস পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।


আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্থানীয়রা। দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুপিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা পরবর্তী

কুপিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

কমেন্ট