সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে ৭০০ যাত্রী

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে ৭০০ যাত্রী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে রাজশাহী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ কারণে ট্রেনে থাকা প্রায় ৭০০ যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক ট্রেন ছেড়ে দেন।


এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই সংকেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। 
তবে মূল লাইন সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ের সিনিয়র ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আহসানুর রহমান। 

তিনি বলেন, ট্রেনটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। রাত ১০টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে।


লাইনচ্যুত বগি ও ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে সচল বগিগুলো নিয়ে গন্তব্যের দিকে রওনা হবে।

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে ৭০০ যাত্রী পরবর্তী

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে ৭০০ যাত্রী

কমেন্ট