নারায়ণগঞ্জে যুবদলকর্মী নিহত, ২ বছর পর মামলা
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে শাওন আহমেদ (২২) নামের এক যুবদলকর্মী নিহতের ঘটনার ২ বছর পর সদর থানায় মামলা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে নিহতের বড় ভাই মিলন মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশের গুলিতে যুবদলকর্মী শাওন আহমেদ নিহতের ঘটনার তার বড় ভাই মিলন মিয়া বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০০ জনকে আসামি করে মামলাটি করেন।
মামলায় নারায়ণগঞ্জের সদ্য সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি করা হয়।
সেই সঙ্গে তৎকালীন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ রাজু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে েএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মিলন মিয়া বলেন, ‘আমার ভাই শাওন ২০২২ সালের ১ সেপ্টেম্বর সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়। এটা দিবালোকের মতো স্পষ্ট একটি ঘটনা ছিল। কিন্তু পুলিশ ঘটনার পর প্রথমে আমার ভাইকে যুবলীগকর্মী বানাতে চেয়েছিল।
তবে তারা ব্যর্থ হয়ে ভাইয়ের মরদেহ আটকে রেখে মরদেহ হস্তান্তরের কথা বলে আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে জানতে পারি, আমি নাকি বিএনপির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছি। পরে আমি আদালতে মামলাটির বিষয়ে নারাজি দিলে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই সময় আমার পরিবারকে পুলিশ জিম্মি করে রেখেছিল।
কমেন্ট