স্বামীসহ কলেজ শিক্ষিকার ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মো. রাশেদুল আলম ও তার স্ত্রী কলেজ শিক্ষিকা অর্পণা রানী দাসের ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত।
এর মধ্যে অগ্রণী ব্যাংকে একটি, ব্রাক ব্যাংক পিএসসিতে চারটি, ডাচ বাংলা ব্যাংকে তিনটি, সোনালী ব্যাংক পিএসসিতে একটি এবং উত্তরা ব্যাংক পিএসসিতে একটি হিসাব রয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
স্ত্রীসহ রাশেদুলের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. রাশেদুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন, নিজ নামে ও তার স্ত্রী অর্পণা রানী দাসের নামে ব্যাংক হিসাবে তাদের পেশা ও আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৫৮ লাখ টাকা লেনদেনপূর্বক মানিলন্ডারিং সংঘটন করেছেন বলে প্রতীয়মান হয়।
কমেন্ট