রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাহেন্দ্রা চালক (৪০) (অজ্ঞাত) ও মো. আলতাব হোসেন (৪৫)।
নিহত আলতাবের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুলিয়া ইউনিয়নে। এ সময় মাহেন্দ্রাতে থাকা আরো নয় যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
নিহত আলতাবের শাশুড়ি ছালেহা বেগম বলেন, ‘মাহেন্দ্রতে চালকসহ মোট ১১জন ছিলাম।
এরমধ্যে আমার মেয়ের জামাই ও গাড়ির চালক নিহত হয়েছেন। বাকিরা সবাই আহত হয়েছেন।’
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে পিংড়ি এলাকায় একটি টমটম (ট্রলি) ও একটি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার চালক ও গাড়িতে থাকা আলতাব নামে এক যাত্রী নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় মহাসড়কটির দুই প্রান্তে যানবাহন আটকে পরে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিরানা আফরোজ অন্নি জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
কমেন্ট