রাজশাহীতে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহীতে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র পরিষদ। সোমবার বেলা ১১টার দিকে তারা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে দাশপুকুর সিটি বাইপাস মোড় অবরোধ করেন।
এ সময় মহাসড়ক অবরোধের কারণে দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড প্রদান, ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালুসহ ছয় দাবিতে আন্দোলন করছেন তারা।
পরিষদের আন্দোলন কমিটির আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, আমাদের দাবি ৬টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আমরা আশা করি, এই সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে।
দাবি না মানলে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
কমেন্ট