মৌলভীবাজারে অটোরিকশা উল্টে দুই কলেজছাত্র নিহত, শিশুসহ আহত ৩

মৌলভীবাজারে অটোরিকশা উল্টে দুই কলেজছাত্র নিহত, শিশুসহ আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো তিনজন। বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জের হিড বাংলাদেশ অফিস সংলগ্ন বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

আহতরা হলেন- শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকালে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী (প্রাক-নির্বাচনী পরীক্ষার্থী) শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হন।


এ সময় অটোরিকশাটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় এলে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে গুরুতর আহত অমিত সুত্র ধর ও শিশু জান্নতুল বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে, সেখান থেকে আহত ছাত্র অমিত সুত্র ধরকে সিলেট নিয়ে যাবার পথে মৃত্যু হয়। 

এ ঘটনায় কমলগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ আগামীকাল ১১ টায় গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করেছে।

 

জামাইয়ের হাতে শ্বশুর খুন পরবর্তী

জামাইয়ের হাতে শ্বশুর খুন

কমেন্ট