বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন এবং অপর দুইজন হাসপাতালে নিহত হন। এ সময় আহত হয়েছেন আরেকজন। ওই ঘটনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার আটক করেছে পুলিশ।


আজ রবিবার (১০ নভেম্বর) সকালে তিনজনের মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন-টাঙ্গাইলের সখীপুর উপজেলার আন্দিপূর্ব পাড়গাঁ গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩), সেকান্দার আলীর ছেলে জুয়েল রানা (৩২) ও একই জেলার মধুপুর উপজেলার চাকন্দ বীরবাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩০)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যাত্রী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

 
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তারা।


পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেট কারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই ও মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। এ ঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি আটক করা হয়েছে।

বাসটির চালক, সহকারী পালিয়ে যায়।

নাওজোড় হাইওয়ে পুলিশের এস আই শহিদুল ইসলাম বলেন, ‘বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কের শিলাবৃষ্টি পাম্পের পাশে ইউটার্ন নেওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক, সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকান ভাঙচুর আ.লীগ কর্মীর পরবর্তী

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকান ভাঙচুর আ.লীগ কর্মীর

কমেন্ট