যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা
সড়কে আহত কলেজছাত্রী, গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী আহত হওয়ার পর গতিরোধকের দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ী নামক স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার সময় পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়ের সামনে ওই কলেজের শিক্ষার্থী মিতু রায় (১৭) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। সে ওই কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাগে ৯টার সময় মিতু রায় ইজিবাইক থেকে নেমে মহাসড়ক পার হয়ে কলেজে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিতু রায়কে ধাক্কা দেয়। এতে মিতু রায় মহাসড়কের ওপর ছিটকে পড়ে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। মোটরসাইকেলচালক পালিয়ে যায়।
এ সময় শিক্ষার্থী ও এলাকার লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। পরে মেডিক্যাল কলেজে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে বেসরকারি চেকআপ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ তার সহপাঠীরা কলেজের দুই পাশে সহাসড়কে গতিরোধক দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের সঙ্গে যোগ দেয় পাঁচবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এতে করে উভয় পাশে দুই কিলোমিটার করে বিভিন্ন প্রকার যানবাহন আটকা পড়ে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর স্থানীয় পাঁচ নম্বর শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফ, কোতয়ালী থানার ওসি মতিয়ার রহমান ও কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করে গতিরোধ দেওয়ার কাজ শুরু করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
৫ নম্বর শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফ বিষয়টি নিশ্চিত করে জানান দুপুর ২টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কমেন্ট