নাতিকে বাঁচাতে গিয়ে নানার মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে রামদার কোপ থেকে নাতিকে বাঁচাতে গিয়ে নানা মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারে পাশে গোয়ালগ্রামের মো. ফরিদ শেখের নাতি এসএসসি পরীক্ষার্থী মো. সাইফ কাজী (১৫) এবং প্রতিবেশী আবু সামের ছেলে তাম্বিরের (১৮) মধ্যে বিরোধ বাধে। তাম্বির রামদা নিয়ে সাইফকে তাড়া করে এ সময়ে ফরিদ শেখ নাতিকে বাঁচাতে এগিয়ে আসেন।
এ সময়ে হিরো আলমের মামলার অন্যতম আসামি ওই গ্রামের রিজাউল কাজীর ছেলে মো. ছানোয়ার কাজী (৪৫) জোরে চেপে ধরেন। এতে ফরিদ শেখ অসুস্থ হয়ে পড়েন। তাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শেখ ফরিদ আহমেদ (৬৫) গোয়ালগ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।
তিনি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমেন্ট