সোনার বারের পর এবার পাকস্থলীতে মিলল ইয়াবা ট্যাবলেট
খুলনা নগরীতে পাকস্থলী থেকে স্বর্ণের বার উদ্ধারের আটদিন পর এবার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটনের লবণচরা থানা পুলিশ এক অভিযানে এসব ইয়াবা বহনকারী যুবককে আটক করে।
আটক ওই যুবকের নাম মো. উজ্জ্বল (৪২)। তিনি নড়াইল জেলার তেলডাঙ্গা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
তিনি বিশেষ উপায়ে ছোট ছোট পুঁটলি করে পাকস্থলীতে এসব ইয়াবা বহন করছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি রেখে পাকস্থলী থেকে ছয় শতাধিক ইয়াবা বের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে লবণচরা থানা পুলিশ মো. উজ্জলকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করে।
পরে পুলিশ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসকরা বিশেষ উপায়ে পাকস্থলীতে বহন করা ছোট ছোট পুঁটলি করা ইয়াবা উদ্ধার করে। বিকেলে ৫টা পর্যন্ত ছয় শতাধিক ইয়ারা উদ্ধার বের হয়।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর (বুধবার) দিবাগত রাত ১১ টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকায় লবণচরা থানা পুলিশ ৮টি স্বর্ণের বার উদ্ধার করে।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল আওয়াল (৩৬) পাকস্থলীতে এসব স্বর্ণের বার বহন করছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে বিশেষ উপায়ে সেসব স্বর্ণের বার বের করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক উজ্জ্বল অভিনব কায়দায় ইয়াবা বহন করেছিল। তাকে হাসপাতালে রাখা হয়েছে। সেখান বিষয় উপায়ে পাকস্থলী থেকে ইয়ারা উদ্ধার করা হচ্ছে।
তবে মোট ইয়ার সংখ্যা জানতে সময় লাগবে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট