প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সংলাপে বসবে বিএনপি
নিখোঁজ গার্মেন্টকর্মী রনকের সন্ধান সাড়ে ৫ মাসেও মেলেনি
নিখোঁজের সাড়ে ৫ মাসেও সন্ধান মেলেনি বাঘার রনক হোসেন (২১) নামে এক গার্মেন্টকর্মীর। গত ১০ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তনি নিখোঁজ হন। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে তার ভাই চনচল আলী বাদী হয়ে গত ১৪ জুন রূপগঞ্জ থানায় একটি জিডি করেন।
রনক হোসেন আড়ানী পৌরসভার মৃত ইয়ার আলী সরদারের ছেলে।
জানা গেছে, রনক দীর্ঘদিন থেকে রূপগঞ্জ থানার ফকিরা গার্মেন্টসে সাধারণ একজন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ১০ জুন সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টস ছুটি হলেও তিনি বাড়ি ফিরেননি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে ঘটনার চারদিন পর ১৪ জুন নিরুপায় হয়ে রুপগঞ্জ থানায় জিডি করা হয়।
তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মুখ মন্ডল গোল, গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট, তার গায়ে কালো চেকসার্ট ও পরনে জিন্সের প্যান্ট ছিল। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন।
রনক হোসেনের মা চম্পা বেগম বলেন, আমার সন্তান সুস্থ ও শান্ত মেজাজের ছেলে। সকালে বাড়ি থেকে নান্তা খেয়ে গার্মেন্টে যায়। সন্ধ্যায় গার্মেন্ট ছুটির পর ওইদিন থেকে আর বাড়ি ফিরেনি।
কোনো সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৮৫-০৮৪৯৭১ নম্বরে খোঁজ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের সাবেক কাউসিন্সল জিল্লুর রহমান বলেন, রনক হোসেন নিখোঁজ হয়েছেন। খোঁজাখুঁজি চলছে।
রূপগঞ্জ থানার ওসি এসআই বিলায়েত হোসেন বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে।
কমেন্ট