নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক পরে চুরি

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক পরে চুরি

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে অফিসের আলমিরার তালা খুলে ৩ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের সিসি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অফিসে প্রবেশ করে দুজন ঘোরাঘুরি করছেন। তাদের মুখে মাস্ক এবং চোখে চশমা ছিল।


সিসি ফুটেজে পরিষ্কারভাবে চেনা যাচ্ছে না। তারা সিসি ক্যামেরাগুলো বাঁকা করে রেখে চুরি করেন।

 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিস ফারহানা জানান, অফিস খোলার পর জানতে পেরেছি চুরির ঘটনা। দরজার লক কেটে আলমারীর তালা খুলে দুটি কক্ষ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা চরি করেছে।


এর মধ্যে এইচপিভি ক্যাম্পেইনের অর্থ ২ লাখ ২৫,০৮৮ হাজার টাকা এবং হাসপাতালে বিভিন্ন রোগ নির্ণয় আলামত পরিক্ষার ফি জমানো ১ লাখ ৩, ৫৬০ টাকা চুরি হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় থানার ওসি (তদন্ত) মো. সইফুল ইসলাম জানান, দরজার লক কেটেছে কিন্তু আলমিরার চাবি দিয়ে তালা খুলেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে হবে।

 

নিখোঁজ গার্মেন্টকর্মী রনকের সন্ধান সাড়ে ৫ মাসেও মেলেনি পরবর্তী

নিখোঁজ গার্মেন্টকর্মী রনকের সন্ধান সাড়ে ৫ মাসেও মেলেনি

কমেন্ট