মাধবপুর সীমান্তে বাংলাদেশি ২ নারী আটক

মাধবপুর সীমান্তে বাংলাদেশি ২ নারী আটক

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি দুই নারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন হরষপুর বিওপির টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আকাশ চন্দ্র দাসের স্ত্রী বিনা রানী দাস ও তার কন্যা রিয়া রানী দাস।

সরাইল ব্যাটালিয়ন-২৫-এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মা ও মেয়ে অবৈধভাবে ভারতে গমনকালে সীমান্ত পিলার ১৯৯৯/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেন্দ্রপুর নামক স্থান হতে হরষপুর বিওপির টহলদল তাদের আটক করে।

 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলায় বিনা রানী দাসের স্বামী আকাশ চন্দ্র দাস শুঁটকির ব্যবসা করেন। স্বামীর নিকট যাচ্ছিলেন তিনি।

তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

৬৯ লাখ টাকার সোনা নিয়ে এসে বিমানবন্দরে অভিনেত্রীসহ আটক ২ পরবর্তী

৬৯ লাখ টাকার সোনা নিয়ে এসে বিমানবন্দরে অভিনেত্রীসহ আটক ২

কমেন্ট