গাজীপুর-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস চলাচল উদ্বোধন

গাজীপুর-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস চলাচল উদ্বোধন

গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) এসি বাস চলাচল উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৫ ডিসেম্বর) বিআরটি প্রকল্পের সড়কে বিআরটিসি এসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান। 


ফাওজুল কবির খান বলেন, আজ থেকে গাজীপুর কমলাপুর পর্যন্ত দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হলো। পর্যায়ক্রমে নরসিংদী ও নারায়ণগঞ্জ পর্যন্ত কমিউটার ট্রেন চালু করা হবে। এ ছাড়া জয়দেবপুর-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি প্রকল্পের সড়কে বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন  করা হলো।

গতকাল শনিবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২.৫ কিলোমিটার পথে চলাচল করবে। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হবে।

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার পরবর্তী

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার

কমেন্ট