হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

মহান বিজয় দিবস ও স্বাধীনতার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, আজ মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি -রপ্তানি বন্ধ রয়েছে।


আগামী মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানান তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি জানান, বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

 

সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পরবর্তী

সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কমেন্ট