সীমান্তে দুর্নীতির মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে: পররাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে ১০টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।
কমেন্ট