বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
ঘন কুয়াশায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে ঢাকা-বরিশাল নৌরুটের দুই যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটির সম্মুখভাগের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। লঞ্চ দুইটি হলো- বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ-১০।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।
জানা যায়, দুর্ঘটনার পর কীর্তনখোলা-১০ যাত্রী নিয়ে ঢাকায় ফিরলেও প্রিন্স আওলাদ লঞ্চ পার্শ্ববর্তী চড়ে নোঙর করতে বাধ্য হয়। পরে প্রিন্স আওলাদের যাত্রীদের নিয়ে আরেকটি লঞ্চ এমভি শুভরাজ বরিশাল নৌবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
দুর্ঘটনা কবলিত প্রিন্স আওলাদের যাত্রী হিরামনি উকিল বলেন, দুর্ঘটনার পর আমাদের আরেকটি লঞ্চে তুলে দিয়েছে। এই লঞ্চে খাবার নেই। যাত্রীদের কাছ থেকে নতুন করে ভাড়া আদায়ের চেস্টা করা হচ্ছে। যাত্রীরা চরম দুর্ভোগে আছেন।
বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, দুর্ঘটনা কবলিত একটি লঞ্চের যাত্রীদের অন্য লঞ্চে বরিশাল আনা হচ্ছে। এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই বলে জানান তিনি।
কমেন্ট