বাংলাদেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা
সিলেট সীমান্তে এবার বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা
সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারতে সুপারি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ৪৮ বিজিবির নিয়ন্ত্রণাধীন মিনাটিলা সীমান্ত পিলার ১২৮২/৭-এস দিয়ে সুপারি আনতে মারুফসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করেন।
তারা ভারতের ৬০ গত অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশের কর তাদের সঙ্গে বাকবিতাণ্ডার এক পর্যায়ে ভারতীয় খাসিয়া এক নাগরিক এক নলা গাঁদা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি করেন। এ সময় কিশোর মারুফ গুলিবিদ্ধ হয়। সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে আসলে পরিবারের লোকজন তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্রে ভারতের অভ্যন্তরে ফায়ারের ঘটনার বিষয়টি জানতে পেরে দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিজিবি মিনাটিলা বিওপির পক্ষ থেকে ভারতের বিএসএফ রংটিলা বিওপির কাছে প্রতিবাদ জানায়। পরে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনার জন্য বলা হয়।
এর আগে গত সোমবার ভোররাত ৪টার দিকে তামাবিল সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে চিনি আনতে প্রবেশ করেন ১৩ বাংলাদেশি।
ভারতের একটি চিনির গুদাম থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এর দুইদিন পর গত বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ভারতের বিএসএফ। তাদের স্থানীয় ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
কমেন্ট