শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও ২ নারীসহ অটোরিকশাটির ৫ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরেক নারীকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি ‘কুকুরকে সাইড দিতে গিয়ে’ অটোরিকশাটি বাসের সঙ্গে মুখোমুখি হয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

 
নিহতদের মধ্যে সিএনজিচালক লোকমান আকরাম (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকায়। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।


সংবাদ পেয়ে পুলিশ, সেনা সদস্য ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সিএনজিটি একটি কুকুরকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আগত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশাচালক, ২ মহিলা যাত্রীসহ ৫ জন নিহত হন।


এ সময় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ে, তবে তার অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনে বাসের ধাক্কায় ৬ মৃত্যু : বাসচালক গ্রেপ্তার পরবর্তী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনে বাসের ধাক্কায় ৬ মৃত্যু : বাসচালক গ্রেপ্তার

কমেন্ট