ট্রাক্টর চালককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও

ট্রাক্টর চালককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদুর রহমান (৩৫) নামের এক ট্রাক্টর চালককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রৌমারী থানা ঘেরাও করা হয়েছে। 

রোববার বেলা ১১টার দিকে স্থানীয় ট্রাক্টর মালিক সমিতির উদ্যোগে এ ঘটনা ঘটে। 

কয়েকজন আন্দোলনকারী থানার ভেতরে প্রবেশ করে সেখানে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ও ট্রাক্টরের মাধ্যমে বহন করার অপরাধে ট্রাক্টর চালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় রৌমারী থানার ওসি লুৎফর রহমান তাদের জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় নিজে ঘটনাস্থল উপস্থিত থেকে এ রায় ঘোষণা করেন। যার প্রেক্ষিতে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। আপনাদের কিছু বলার থাকলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেন।  পরে প্রতিবাদকারীরা থানাস্থল ত্যাগ করে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চরসহ বিভিন্ন এলাকার ফসলি জমি থেকে মাটি কেটে আসছিল একটি চক্র। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন দেখে ট্রাক্টর চালক সাইদুর রহমানকে আটক করে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। পরে পুলিশ হেফাজতে কুড়িগ্রাম জেলখানায় পাঠানো হয়।

শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু পরবর্তী

শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

কমেন্ট