চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন
বিএসএফের কাছ থেকে নদী দখলমুক্ত করল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিএসএফের দখল থেকে ৫ কিলোমিটার নদী মুক্ত করেছে বিজিবি। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ জানান, ‘মাটিলা সীমান্তের পাশ দিয়ে কোদলা নদী প্রবাহিত। নদীর প্রায় ৫ কিলোমিটার অংশ বাংলাদেশে অবস্থিত, যা আগে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের ব্যবহার করতে বাধা দিত।
তবে সম্প্রতি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখল প্রতিষ্ঠা করেছে।’
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘এখন থেকে বাংলাদেশের নাগরিকরা নদীটির সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন।’
সংবাদ সম্মেলন শেষে বিজিবির সদস্যরা স্থানীয়দের নদীর পারে নিয়ে যান।
কমেন্ট