মুন্সীগঞ্জ সদরে সেতু থেকে লাফিয়ে যুবকের আত্মহনন

মুন্সীগঞ্জ সদরে সেতু থেকে লাফিয়ে যুবকের আত্মহনন

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর ওপর থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহনন করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সেতুর ওপর থেকে যুবকটি লাফ দিয়ে রাস্তায় পড়ে কাতরাতে থাকে। এসময় উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণ করলেও তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেনি কেউ। 

পরে জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করেও এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে স্থানীয়রা যুবকটিকে মৃত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।


নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সেতুর ওপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নিচে সড়কের ওপর পড়ে যায়। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ ওই যুবককে কাতরাতে দেখা যায়। পরে সেখানেই তিনি মারা যান।


 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, শুনেছি সেতুর ওপর থেকে লাফ দিয়ে পড়ে এক যুবক মারা গেছে। দুপুর ১২টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে গঠনের তলে যাওয়ার সময় শুনতে পাই স্থানীয়রা মরদেহ জীবন জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। 

তিনি আরো জানান, মৃত যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। সে আত্মহত্যা করতে পারে।


তার পরিচয় এবং হত্যার মূল কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।
 

বিএসএফের কাছ থেকে নদী দখলমুক্ত করল বিজিবি পরবর্তী

বিএসএফের কাছ থেকে নদী দখলমুক্ত করল বিজিবি

কমেন্ট