ত্রিপুরায় উদ্ধার জহুরের লাশ হস্তান্তর করল বিএসএফ

ত্রিপুরায় উদ্ধার জহুরের লাশ হস্তান্তর করল বিএসএফ

ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্ধার বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৫৫) লাশ ময়নাতদন্ত শেষে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ফেরত দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেটের চুনারুঘাট উপজেলার পুরাতন বাল্লা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের নিকট লাশটি হস্তান্তর করে।

ত্রিপুরা রাজ্যে খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর মালাকারের নিকট থেকে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম লাশটি গ্রহণ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাল্লা সীমান্ত ফাঁড়ির সদস্যসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।


মৃত জহুর আলী চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

গত ৪ জানুয়ারি ঢাকা থেকে বাড়ি ফেরেন এবং ৬ জানুয়ারি ত্রিপুরার খোয়াই থানা পুলিশ দেশটির গৌড়নগর সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। পরে খোয়াই জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত হয়।

 

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রপ্তানিতে নতুন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ পরবর্তী

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রপ্তানিতে নতুন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

কমেন্ট