যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা
সাভারে দুর্ঘটনায় চারজনের প্রাণহানি : বাস ও অ্যাম্বুলেন্সের চালক গ্রেপ্তার
ভারে দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাসচালককে এবং গাজীপুরের কোনাবাড়ি থেকে অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক জাহিদ হাসান (২১) ও শ্যামলী পরিবহণের বাসচালক জহিরুল ইসলাম (৪৪)। তাদের মধ্যে জাহিদ হাসানের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী লাংগল জোরা গ্ৰামে। অন্যদিকে, বাসচালক জহিরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামে।
অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইল থেকে ঢাকায় যাবার পথে গত বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় দুর্ঘটনায় কবলে পড়ে। এটিকে পেছন থেকে ঝুমুর পরিবহণ ও শ্যামলী পরিবহণের দুটি বাস অ্যাম্বুলেন্সকে পরপর ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন। তার ছেলে ফুয়াদ সিদ্দিক, স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও স্ত্রীর বড়বোন মাহফুজা আক্তার শিলা। চারজনের প্রাণহানির এ ঘটনায় পরে মামলা করা হয়।
ওসি সওগাতুল আলম জানান, আটক হওয়া ব্যক্তিদের সাত দিনের রিমান্ড প্রার্থনা করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
কমেন্ট