বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নওগাঁর রাণীনগরে আলমগীর হোসেন (৩৫) নামের এক সৌদিপ্রবাসীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের নেতাসহ ৯ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে রাণীনগর থানায় মামলা করেন।
আলমগীর একডালা ইউনিয়নের বিশঘড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে।
মোজাহার আলী বলেন, ‘আলমগীর সৌদি আরবে চাকরি করে।
সম্প্রতি সে ছুটিতে বাড়িতে এসেছে। আলমগীরের শ্যালক উপজেলার নিলাম্বরপুর গ্রামের শাজাহান আলীসহ বেশ কয়েকজন প্রায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদার টাকা না পেয়ে একডালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক চকারপুকুর গ্রামের ছোলাইমান আলীর ছেলে ইমরান হোসেনসহ বেশ কয়েকজন ৯ জানুয়ারি দুপুরে আমার বাড়িতে আসে। এরপর আলমগীরকে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে এলাকার করজগ্রাম শ্মশানঘাটে মারধর করে তারা।
এ সময় আমার ছেলে বিষয়টি মোবাইল ফোনে আমাদেরকে জানালে দুই লাখ টাকা নিয়ে তাদেরকে দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনি। সেই সময় চারটি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা।’
তিনি আরো বলেন, ‘আহত ছেলেকে প্রথমে রাণীনগর এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। সেখানে আলমগীর চিকিৎসাধীন।
এ ঘটনায় এমরান হোসেন ও আলমগীরের শ্যালক শাজাহানসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেছি।’
চাঁদাবাজি ও মারধরের অভিযোগ অস্বীকার করে এমরান হোসেন বলেন, ‘আলমগীর হোসেন ও তার শ্যালক শাজাহান সৌদি আরবে থাকা অবস্থায় শাজাহানের প্রায় ৩২ লাখ টাকা নিয়ে পালিয়ে আসেন আলমগীর। এই বিষয়টি নিয়ে কয়েক দফা বসে ২৮ লাখ টাকায় শ্যালক-দুলাভাইয়ের আপস করে দিয়েছি। সেই সময় নগদ দুই লাখ টাকা শাজাহানকে দিয়েছে আলমগীর। বাকি টাকা আগামী ১৫ দিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে।
এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছেন তারা।’
শাজাহান বলেন, ‘সৌদিতে একসঙ্গে ব্যবসা করার সময় আলমগীর এক লাখ রিয়াল (যা বাংলাদেশে ৩২ লাখ টাকা) নিয়ে চলে আসেন। এ ঘটনায় ১০ অক্টোবর আলমগীরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে আলমগীরের বাবা মোজাহার আলী বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন। মামলার সুষ্ঠু তদন্তসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কমেন্ট