বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাগুরা সদরে সড়ক দুর্ঘটনায় রুমান আলী (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রবিবার (১২ জানুয়ারি) ভাবন হাটির ঢালে এই ঘটনা ঘটে।
রুমান আরএফএল কম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মাগুরায় কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, পেশাগত দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে শালিখা উপজেলার আড়পাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাবনহাটি এলাকায় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কমেন্ট