পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ফাঁকা গুলি চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তের শুন্য রেখায় চোরাচালানীদের ফেলে রাখা মালামাল তুলে নিয়ে যায় বিএসএফ। 

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় বিওপির আওতাধীন ভুইডোবা সীমান্ত এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, বিএসএফ এক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে চোরাচালানীদের ফেলে রাখা মালামাল সীমান্তের শুন্য রেখা থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ।


সীমান্তের ২৮২ নং পিলারের ৪৩ নং সাব পিলার এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। এর আগে গতকাল রবিবার ভোরেও বিএসএফ ফাঁকা গুলি চালিয়েছিল।
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ের অধিনায়ক বিওপির নায়েক সুবেদার নাইমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ ভোরে বিএসএফ গুলি ছুড়েছে।


অনেক সময় বিএসএফ পটকা ফুটায় বিভিন্ন শব্দ করে। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
এদিকে, গুলি করার ঘটনায় বিএসএফ অতিরিক্ত টহল বৃদ্ধি করেছে। 
 

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ পরবর্তী

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কমেন্ট