ঘুষ গ্রহণের সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

ঘুষ গ্রহণের সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

ঘুষ লেনদেনের অভিযোগে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক হোসেনকে হাতেনাতে আটক করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্র জানায়, জর্দানপ্রবাসী মিরানা মাহাজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য কিছুদিন আগে আবেদন জমা দেন। আবেদনের বিভিন্ন ভুল সংশোধন করে দেওয়ার কথা বলে ওই নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে ফারুক।


ঘুষ না দিতে চাইলে বিভিন্ন হয়রানির কথা বলে ভয় দেখান তিনি। পরে বাধ্য হয়ে ঘুষের টাকা দিতে সম্মতি জানান ওই নারী। সেই সঙ্গে সব ঘটনা দুদক কর্মকর্তাদের জানান মিরানা। সেই ঘুষের টাকা লেনদেনের সময় আজ পাসপোর্ট কার্যালয়ের বাইরে ফারুককে হাতেনাতে আটক করে দুদক।

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম মামুন বলেন, ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত যে কেউ হোক না কেন, তার দায় অফিস কর্তৃপক্ষ বহন করবে না।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান দুদক ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।

 

পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি পরবর্তী

পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

কমেন্ট