হবিগঞ্জে সমন্বয়কদের হাতে আটক ছাত্রলীগ নেতা

হবিগঞ্জে সমন্বয়কদের হাতে আটক ছাত্রলীগ নেতা

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে (২৫) আটক করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ শহর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিবের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। 

জাকির হোসেন বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।


তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মোশাহিদ মিয়ার করা মামলার এজাহারভুক্ত আসামি।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, জাকির হোসেন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা ৮ নম্বর মামলার এজাহারের ২৫ নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এইচএমপি ভাইরাস রোধে ভোমরা ইমিগ্রেশনে মেডিক্যাল ক্যাম্প পরবর্তী

এইচএমপি ভাইরাস রোধে ভোমরা ইমিগ্রেশনে মেডিক্যাল ক্যাম্প

কমেন্ট