প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর গলায় ফাঁস

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর গলায় ফাঁস

ভোলার চরফ্যাশনে ওমান প্রবাসী স্বামী বেল্লাল হোসেনকে ভিডিও কলে রেখে মোসাম্মদ মিতু বেগম (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।  

বুধবার সন্ধ্যায় শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতের মামী মুনিরা বেগম জানান, রসুলপুর ইউনিয়নের বাবুল বেপারীর ছেলে বেল্লালের সঙ্গে নয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিতুর। বিয়ের কয়েক মাস পর বেল্লাল প্রবাসে চলে যায়। এরপর থেকে মিতু কালো বলে তার শ্বশুরবাড়ির সদস্যরা তার সঙ্গে খারাপ আচরণ করতেন। এছাড়া প্রায় সময় দু‘লাখ টাকা যৌতুক ও সাংসারিক জিনিসপত্রের জন্য মিতুর সঙ্গে ঝগড়া করতেন। এমনকি মারধরও করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে মঙ্গলবার বিকালে মিতু বাবার বাড়ি এওয়াজপুর চলে আসেন। 

মিতুর ছোট বোন রিতু বেগম জানান, ‘গতকাল বিকালে মা অসুস্থ ফুফুকে দেখতে তাদের বাড়িতে যান। আমি এবং মিতু আপা একাই ঘরে ছিলাম। দুলাভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন আপা। আমি থাকায় তাদের ভিডিও কলে কথা বলতে অসুবিধা হয়; সে আমাকে পাশের বাড়িতে পাঠিয়ে দেন। অনেকক্ষণ পরে আমি ঘরে ফিরে দেখি বোনের কোনো সাড়া-শব্দ নেই। পরে শোবার ঘরে গিয়ে দেখি আড়ার সঙ্গে মিতু আপা ঝুলে আছে। ভিডিও কলে থাকা অবস্থায় পাশে পড়ে ছিল তার মোবাইল ফোন’। 

রিতুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিতুকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে।  

মিতুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার শ্বশুরবাড়ির সদস্যরা পালিয়ে যাওয়ায় তথ্য জানা যায়নি। 

শশীভুষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত পরবর্তী

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত

কমেন্ট