বান্দরবানে ডাম্পার ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবানে ডাম্পার ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবানের আলীকদমে ডাম্পার ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শ‌নিবার (১৮ জানুয়ারি) দুপু‌রে আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহ‌ত‌রা হল- ১ নং আলীকদম ইউনিয়নের মাশুক আহমদের ছেলে বেলাল উদ্দিন (৩৫), মিন্টুর ছেলে মিনহাজ (১৮) ও মনু মিস্ত্রির কলোনির সৈয়দ আমিন (৪৫)।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন জানান, আলীকদম থে‌কে এক‌টি ডাম্পার ট্রাক কক্সবাজা‌রের চক‌রিয়ায় যা‌চ্ছিল।

বিপরীত দি‌ক থে‌কে এক‌টি মোটরসাইকেল ৩ জন আরোহী নি‌য়ে আলীকদ‌মের দি‌কে আস‌ছিল। এসময় তারাব‌নিয়ায় পৌঁছা‌লে বেপরোয়া গতির একটি ডাম্পার ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকসহ মারা যায় তিনজন। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়।
এ ঘটনার আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার জানান, ৩ জনের লাশ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।

রাজধানীর হাজারীবাগে আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যানারি গুদামের আগুন পরবর্তী

রাজধানীর হাজারীবাগে আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যানারি গুদামের আগুন

কমেন্ট