সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐকমত্য গঠনের কমিশনের নেতৃত্ব দেবেন ড. ইউনূস
বগুড়ার ধুনটে গৃহকর্তাকে বেঁধে অস্ত্রের মুখে ডাকাতি
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামে নাসিম মিয়া নামে এক অটোরিকশা চালকের বাড়িতে রাতের বেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা ঘরের খুঁটির সঙ্গে গৃহকর্তার হাত-পা ও মুখ বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও অটোরিকশার ব্যাটারি লুট করে নিয়ে গেছে। নাসিম মিয়া ওই গ্রামের শামছুল হক তরফদারের ছেলে।
খবর পেয়ে রবিবার (১৯ জানুয়ারি) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও ধুনট থানার ওসি সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এরআগে গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়, রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় রাত ৩টায় সিঁধ কেটে ৪ জনের ডাকাত দল ঘরের ভেতর প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা গৃহকর্তা নাসিম মিয়ার মুখ বেঁধে বুকে চাকু ধরে বাক্সের চাবি কেড়ে নেয়।
এরপর তারা নাসিম মিয়ার হাত-পা বাঁধে ও ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। এ সময় ডাকাত দলের সদস্যরা ঘরে রক্ষিত বাক্সের তালা খুলে নগদ প্রায় ৩ লাখ টাকা এবং অটোরিকশার ৫টি ব্যাটারি নিয়ে যায়। ডাকাতি শেষে দুর্বৃত্তরা ওই বাড়ি ত্যাগ করার সময় এবং নাসিম মিয়ার গোঙানির শব্দে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার করতে থাকে। তখন স্থানীয়রা ঘরে ঢুকে নাসিম মিয়ার হাত-পা ও মুখের বাঁধন খুলে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কমেন্ট