এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে বন্ধ রেল যোগাযোগ
তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তরের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ ছাড়া মহাখালী রেলগেটে আটকা পড়েছে দুই ট্রেন।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে লেভেলক্রসিংয়ে অবস্থান নেন।
পরে মহাখালী রেলগেটে লাইনের ওপর কয়েকজন শিক্ষার্থী শুয়ে পড়েন। এদিকে শিক্ষার্থীদের অবরোধের মুখে উল্টো পথে ফিরে গেছে উপকূল এক্সপ্রেস ট্রেন।
ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ‘ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
সে অনুযায়ী আমরা ফিরে যাচ্ছি।’
আন্দোলনকারীদের একজন আলী আহম্মেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত রেলক্রসিং থেকে আমরা নড়ব না।’
এদিকে ঘটনাস্থলে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পুলিশ আন্দোলনকারীদের চারিদিক দিয়ে ঘিরে রেখেছে।
আজ পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তাদের সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ করার কর্মসূচি ছিল।
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।
কমেন্ট