দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও দুই-তিন মাস অপেক্ষা করতে হবে: অর্থ উপদেষ্টা
ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় প্রাণ গেল যুবকের, আহত ৪
ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী মো. সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের জোড়পুকুর পাড় গ্রামে।
আহতরা হলেন- ইজিবাইক চালক ঘোষপালা গ্রামের সাদিকুর রহমান (৫০), ছুলেমা খাতুন (৩৫), মোকসেদ আলী মাস্টার (৬০) ও অজ্ঞাত (৩২) আরেকজন।
জানা যায়, নিহত সুমন মিয়া নিজের পিকআপ গাড়ির লুকিং গ্লাস বাস স্ট্যান্ডের একটি দোকান থেকে ঠিক করে ইজিবাইকে করে বাড়িতে আসছিলেন। বাড়ির সামনে আসতেই বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এ সময় সুমন ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগা্মী শ্যামল ছায়া যাত্রীবাহী বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক যাত্রী নিয়ে নান্দাইলের দিকে আসছিল।
এ সময় বাসের সঙ্গে ওই ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইটি দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে থাকা চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। আহত অন্যদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কমেন্ট