দেশের পুরনো ৪ বিভাগকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থার সুপারিশ
দুই শিশুর ধস্তাধস্তিতে প্রাণ গেল একজনের
চাঁদপুরের হাজীগঞ্জে দুই শিশুর ধস্তাধস্তিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাজীগঞ্জের ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের বশির মেম্বার বাড়িতে তারা দুজন ধস্তাধস্তি করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশু মারা যায়।
শিশু দুজনের নাম শাহাদাত হোসেন ও রিযাদ হোসেন।
দুজনেরই বয়স ৮ বছর। তারা দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বাড়িতে সারাক্ষণ একে অপরের খেলার সাথী ছিল তারা।
নিহত শাহাদাত বশির মেম্বার বাড়ির টিটু মিয়ার ছেলে ও রিয়াদ পাশের ঘরের শিপন হোসেনের ছেলে।
তারা উভয়ে বাড়ির সম্পর্কে মামা-ভাগিনা।
আজ বুধবার দুপুরে সরেজমিনে বশির মেম্বার বাড়িতে গেলে দেখা যায়, বাড়ির উঠানের পশ্চিম পাশে একটি স্টিলের খাটিয়াতে চাদর দিয়ে শাহাদাতের মরদেহ ঢেকে রাখা হয়েছে। আরেক পাশে হাজীগঞ্জ থানার একদল পুলিশ আইনি প্রক্রিয়ার কাজ করছেন, পুরো বাড়িতে লোকে লোকারণ্য আর নিহতের বাড়িতে চলছে মা-বাবাসহ নিকট আত্মীয়দের গগনবিদারী আর্তনাদ।
এ সময় বাড়ির অন্যরা জানান, মঙ্গলবার সকালে শাহাদাত আর রিয়াদ বাড়ির সামনের মক্তবে আরবি পড়তে যায়।
মক্তব ছুটি হওয়ার পর দুইজন দুষ্টুমির ছলে ধস্তাধস্তি করে। এ সময় শাহাদাত মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক সবাই ধরাধরি করে শাহাদাতকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সর্বশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যায় শাহাদাত। তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাড়পত্রে হার্ট ফেলিউর বলে উল্লেখ করা হয়েছে।
নিহতের দাদি রিনা বেগম (৫৫) জানান, আমার নাতি আল্লাহর ডাকে চলে গেছে। তারা দুজনেই অনেক ছোট, কি অভিযোগ দেবো।
কমেন্ট